Ad Code

Ticker

7/recent/ticker-posts

300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023 PART 6

300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023 PART 6



PART 6 // 50 টি প্রশ্ন 


 254. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি?


উঃ অন্ধপ্রদেশ।


255. উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কী বলে?


উঃ পিক্সেল।


256. Mushroom Rock নামে পরিচিত কোন ভূমিরূপটি?


উঃ গৌর।


257. ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি?


উঃ নিরক্ষীয় জলবায়ু।


258. ভাঙা মনিটর কিসের উদাহরণ?


উঃ ই-বর্জ্য।


259. ছদ্মরঙে উপস্থাপিত উপগ্রহ চিত্রে বনভূমির রঙ কী?


উঃ লাল।


260. শিবালিক পর্বতমালা-এর পাদদেশে নুড়ি, পলি ও বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে কী বলে?


উঃ ভাবর।


261. বর্তমানে ভারতের অরণ্যাবৃত ভূমির মোট পরিমাণ কত?


উঃ ২১.৪৫ শতাংশ।


262. ভারতের ‘সিলিকন ভ্যালি’ নামে পরিচিত কোন শহরটি?


উঃ বেঙ্গালুরু।


263. ক্রান্তীয় ঘূর্ণিঝড় চিনসাগরে কী নামে পরিচিত?


উঃ টাইফুন।


264. একটি জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত হয়?


উঃ ৬ ঘণ্টা ১৩ মিনিট।


265. কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়?


উঃ এম এস স্বামীনাথন।


266. কোন শিল্পকে বলা হয় ‘শিল্পের শিল্প’?


উঃ লৌহ ইস্পাত শিল্পকে।


267. দুটি স্থানের মধ্যে তথ্যের আদানপ্রদানকে কী বলে?


উঃ যোগাযগ।


268. ভারতের বৃহত্তম সেচখাল কোনটি?


উঃ সারদা খাল।


269. কৃষ্ণমৃত্তিকার অপর নাম কী?


উঃ রেগুর।


270. ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম?


উঃ পাঞ্জাব।


271. ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়?


উঃ ঘুষুড়িতে।


272. ভারতের একটি নদী বন্দরের নাম লেখো।


উঃ কলকাতা।


273. সার্ভে অফ ইণ্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত?


উঃ দেরাদুন।


274. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কী?


উঃ হুবার্ড (আলাস্কা) ।


275. পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে কী বলে?


উঃ প্রতিযোগ।


276. ২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?


উঃ ৭৪.০৬ শতাংশ।


277. ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো।


উঃ কলকাতা।


278. IRS প্রথম উৎক্ষেপণ হয় কত সালে?


উঃ ১৯৮৮ সালের মার্চ মাসে।


279. কোন দেশকে ফিয়র্ডের দেশ বলে?


উঃ নরওয়েওকে।


280. কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয়?


উঃ অমাবস্যা তিথিতে।


281. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?


উঃ কাবেরী।


282. কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে?


উঃ লৌহ ইস্পাত শিল্পকে।


283. উত্তর দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত করেছে?


উঃ শ্রীনগর থেকে কন্যাকুমারিকা।


284. সোনালি চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য কত?


উঃ ৮৫৪৬ কিমি।


285. 73F ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্রের R.F কত?


উঃ ১:২,৫০,০০০ ।


286. হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোথায়?


উঃ মেরু অঞ্চলে।


287. বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে?


উঃ লোয়েস।


288. সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ কী?


উঃ কোরিওলিস বল।


289. কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে হয়?


উঃ ৯০ ডিগ্রি কোণে।


290. ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে?


উঃ এলাহাবাদ।


291. ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় কী?


উঃ পরেশনাথ।


292. পশ্চিমী ঝঞ্ঝা ভারতে কোন সময়ে প্রবেশ করে?


উঃ শীতকালে।


293. কোন রাজ্যেকে ভারতের চিনির বাটি বলে?


উঃ উত্তরপ্রদেশ।


294. বেসরকারী উদ্যোগে স্থাপিত একটি ইস্পাত কেন্দ্রের নাম লেখ।


উঃ টাটা (জামশেদপুর) ।


295. ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?


উঃ দেরাদুন-এ।


296. বরফমুক্ত পর্বতচূড়াকে কী বলে?


উঃ নুনাটকস্।


297. গ্রীষ্মকালে কোন বায়ু হিমালয়ের উত্তরে সরে গেলে ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে?


উঃ ক্রান্তীয় পূবালী।


298. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে?


উঃ ৫ই জুন।


299. ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কোন উদ্ভিদ দেখা যায়?


উঃ চিরহরিৎ উদ্ভিদ।


300. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে?


উঃ কম্পোস্টিং।



PART 1 50 QUESTION CLICK HERE 

PART 2 50 QUESTION CLICK HERE 
PART 3  50 QUESTION CLICK HERE 

PART 4  50 QUESTION CLICK HERE 

PART 5  50 QUESTION CLICK HERE


GEOGRAPHIA 

Reactions

Post a Comment

0 Comments

Ad Code