Ad Code

Ticker

7/recent/ticker-posts

পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি লেখ?// Write the reasons for the concentration of cotton production industry in Western India//WBBSE//WB10// geography

 পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি লেখ?// Write the reasons for the concentration  of cotton  production industry in Western India//WBBSE//WB10// geography 



পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি হল :

 • কাঁচামাল মহারাষ্ট্র ও গুজরাটের রেগুর মৃত্তিকা অঞ্চলের অমরাবতী, জলগাঁও, নাসিক, আমেদাবাদ, রাজকোট প্রভৃতি অঞ্চলের উৎপন্ন তুলা পাওয়ার সুবিধা আছে। 

• জলবায়ু আরব সাগর, খাম্বাত উপসাগর ও কচ্ছ উপসাগরের সংলগ্ন অঞ্চলে অবস্থিত হওয়ায় আর্দ্র জলবায়ুতে সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। 

• বন্দর— মুম্বাই, নভসেবা, কান্দালা, পোরবন্দর, সুরাট, ওখা প্রভৃতি বন্দরের সাহায্যে বিদেশ থেকে তুলা আমদানি এবং উৎপন্ন বস্ত্র রপ্তানির সুবিধা হয়েছে। 

• শক্তি— ভীরা, ভিবপুরী, খোপালি, উকাইয়ের জলবিদ্যুৎ, আমেদাবাদ, ধুবারানের তাপবিদ্যুৎ এবং তারাপুর, কাকড়াপাড়ের পারমাণবিক বিদ্যুৎশক্তি পশ্চিমাঞ্চলের শিল্পকেন্দ্রগুলি ব্যবহারের সুযোগ পায়।

 • পরিবহণ পশ্চিমাঞ্চল সড়ক, রেল ও আকাশপথ পরিবহণের সাহায্য পায়। 

• মূলধন — এই অঞ্চলে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই বড়ো বড়ো অর্থলগ্নী সংস্থার সদর দপ্তর (L.I.C., U.T.I., I.D.B.I) । এছাড়া পার্শি, ভাটিয়া, গুজরাটী ব্যবসায়ীদের মূলধন বিনিয়োগের কারণে সহজেই কার্পাস শিল্পের সমাবেশ ঘটেছে। 

• শ্রমিক- কঙ্কণ, শোলাপুর, সাতারা এবং সুরাট, কল্লোল, মাহেসেনা অঞ্চল কৃষিতে অনুন্নত হওয়ায় শিল্পে শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে। 

• চাহিদা বা বাজার – সন্নিহিত অঞ্চল ঘনবসতিপূর্ণ এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এই অঞ্চলের সুতিবস্ত্রের যথেষ্ট সুনাম আছে।

 • পরিশুদ্ধ জল – আমেদাবাদ সংলগ্ন নদীর জল এবং মুম্বাই অঞ্চলের মাটির নীচের জল ও জলাশয় নির্মাণ করে ধরে রাখা বর্ষার জল শিল্পে পরিশুদ্ধ জলের জোগান দিয়ে থাকে।



Reactions

Post a Comment

0 Comments

Ad Code