Fold : One liner //WBSLST // NET//SET
গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট পার্শ্বচাপের প্রভাবে ভূত্বকের পাললিক শিলাস্তরে যে বক্রতা সৃষ্টি হয়, তাকে ভাঁজ বলে।ভূ আলোড়নের প্রভাবে অনুভূমিক চাপের ফলে ভূত্বকের সংনমন বলের সৃষ্টি হয় তাকে ভাঁজ বলে।
ভাঁজের গাঠনিক উপাদান সমূহ
বাহু : ভাঁজের শীর্ষ বা মাথা থেকে যে দুটি রেখা দুদিকে নেমে গেছে তাকেই বলা হয় বাহু।
অক্ষ : একটা ভাজের শীর্ষ থেকে সমান্তরালে মাটিতে স্পর্শ করে যে রেখা তাকেই অক্ষরেখা বলে। এটি একটি কাল্পনিক রেখা। এই রেখা সোজা বা হেলানো হতে পারে।
অক্ষতল : অক্ষ বরাবর ভাজকে ভাগ করলে যে কাল্পনিক তল পাওয়া যায় তাকেই অক্ষতল বলে।
শীর্ষ : একটি ভাঁজের সর্বোচ্চ উচ্চতায় যে কাল্পনিক বিন্দু পাওয়া যায় তাকেই শীর্ষ বলে।
নতি-ভাঁজের বাহু বা শিলাস্তর অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে, তাকে নতি বলে
আয়াম-কোন ভাঁজের শিলাস্তর বা স্তরায়ণ তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর একে অপরকে ছেদ করে, তাকে আয়াম বলে।
গ্রন্থি বিন্দু-কোন ভাঁজের ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গের যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি, সেই বিন্দুকে গ্রন্থি বিন্দু বলে।
গ্রন্থি বলয়-অনেক সময় কোনো ভাঁজের শিলাস্তরে একটি বিন্দুর পরিবর্তে এমন একটি বলয় তৈরি হতে পারে, যেখানে বক্রতা সবচেয়ে বেশি।ভাঁজ প্রাপ্ত শিলাস্তরের এই সর্বাধিক বক্রতা যুক্ত অঞ্চলকে গ্রন্থি বলয় বলা হয়।
গ্রন্থি রেখা-কোনো ভাঁজের দুটি গ্রন্থি বিন্দুকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায়, তাকে গ্রন্থি রেখা বলে। গ্রন্থি রেখা সাধারণত অক্ষরেখার সমান্তরাল হয়।
স্তরায়ণ তল-পাললিক শিলার একটি স্তর আরেকটি স্তরের সঙ্গে যে তলে মিলিত হয়, তাকে স্তরায়ণ তল বলে।
শীর্ষবিন্দু ও পাদবিন্দু-প্রস্থচ্ছেদ অনুসারে কোন ভাঁজের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষবিন্দু এবং সর্বনিম্ন বিন্দুকে পাদবিন্দু বলে। ভাঁজের শীর্ষবিন্দু গুলিকে যোগ করে যে দেখা পাওয়া যায় তাকে শীর্ষদেশ এবং পাদবিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায়, তাকে পাদদেশ বলে।
তরঙ্গ দৈর্ঘ্য-কোন ভাঁজের দুটি সন্নিহিত ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গের পৃষ্ঠদেশের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে।
অক্ষতলীয় বেধ ও সমকৌণিক বেধ-কোন শিলাস্তরের স্তরায়ন তল দুটির মধ্যবর্তী দূরত্বকে বেধ বলে। বেধ যদি অক্ষতলের সমান্তরাল হয়, তবে তাকে অক্ষত বেধ বলে।অন্যদিকে উক্ত স্তরটির স্তরায়ণ তল দুটির মধ্যবর্তী সমকৌণিক দূরত্বকে সমকৌণিক বেধ বলে।
বক্রতা পরিবর্তন বিন্দু-দুই বা ততোধিক বক্রতা পরিবর্তন বিন্দু সংযোগকারী যে রেখা বরাবর শিলার বক্রতা শূন্য হয়, তাকে বক্রতা পরিবর্তন বিন্দু বলে।
অন্তর্বাহু কোণ-কোন ভাঁজের দুটি সন্নিহিত বাহুর বক্রতা পরিবর্তন বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণকে অন্তর্বাহু কোণ বলে।।
CLASSIFICATION OF FOLD
0 Comments