Ad Code

Ticker

7/recent/ticker-posts

300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023

300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023



PART 1// 50 টি প্রশ্ন 

1. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কী?


উঃ পর্যায়ন।


2. মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?


উঃ ওয়াদি।


3. পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত?


উঃ ৩৪ শতাংশ।


4. বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত থাকে?


উঃ ১০০ শতাংশ।


5. কেন্দ্রাতিগ বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়?


উঃ গৌণ জোয়ার।


6. ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনটি?


উঃ মিথেন।


7. ভারতের উত্তরতম স্থানটির নাম কী?


উঃ কন্যাকুমারিকা।


8. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য?


উঃ তামিলনাড়ু।


9. ভারতে কখন পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?


উঃ শীতকালে।


10. ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোথায় গড়ে উঠেছে?


উঃ চিত্তরঞ্জন।


11. ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি?


উঃ NH-2


12. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত?


উঃ ৫৩ টি।


13. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তার নাম কী?


উঃ ISRO


14. অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কী নামে পরিচিত?


উঃ বার্খান।


15. প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে?


উঃ ওজোন স্তরকে।


16. নদীমোহনা কেমন আকৃতির হলে বানডাকার তীব্রতা প্রকট হয়?


উঃ ফানেল আকৃতির।


17. কি দূষণের ফলে মিনামাটা রোগ হয়?


উঃ পারদ।


18. ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী কাকে বলে?


উঃ ব্যাঙ্গালর।


19. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা কত?


উঃ ৯৪৩ জন।


20. উপগ্রহচিত্রে বনভূমিকে কী রঙের দেখায়?


উঃ লাল।


21. ধারণ অববাহিকা নদীর কোন অংশে দেখা যায়?


উঃ উচ্চ বা পার্বত্য অংশে।


22. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার?


উঃ ১০১৩.২৫ মিলিবার।


23. কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসব সর্বনিম্ন?


উঃ নিরক্ষীয়।


24. গঙ্গা অ্যাকশন প্ল্যান কতসালে চালু হয়?


উঃ ১৯৮৬ সালে।


25. কোন ফলসকে তৃষ্ণার্ত ফসল বলে?


উঃ ধান ও ইক্ষুকে।


26. সরলবর্গীয় অরণ্যাঞ্চলের তলদেশের মাটিকে কী বলে?


উঃ পডজল।


27. ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কী?


উঃ কার্পাস বয়ন শিল্প।


28. সাদাকালো উপগ্রহ চিত্রকে কী বলে?


উঃ Grayscale ।


29. বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কী?


উঃ পেডিমেণ্ট


30. কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যাওয়ার কারণ কী?


উঃ লা-নিনা।


31. কোথায় ঋতু পরিবর্তন দেখা যায় না?


উঃ নিরক্ষীয় জলবায়ুতে।


32. কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে?


উঃ উত্তর-আটলাণ্টিক স্রোত।


33. ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় কার দ্বারা?


উঃ মৌসুমী বায়ু।


34. ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম কী?


উঃ স্ক্র্যাবার।


35. ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কী?


উঃ ম্যাকমোহন লাইন।


36. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী?


উঃ ইন্দিরা পয়েণ্ট।


37. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কী?


উঃ আঁধি।


38. ভারতের বৃহত্তম সঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়?


উঃ সালেম।


39. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কী?


উঃ বিহার।


40. উদীয়মান শিল্প বলতে কোন শিল্পকে বোঝায়?


উঃ পেট্ররসায়ন শিল্প।


41. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?


উঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।


42. 4R এর পুরো অর্থ কী?


উঃ Reduce, Reuse, Recycle and Refuse ।


43. R. F শব্দের পুরো কথা কী?


উঃ Representative Fraction ।


44. ধানের খোসা পচে কোন গ্যাস নির্গত হয়?


উঃ মিথেন


45. কোন বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে?


উঃ রায়পুর।


46. কোথায় ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত?


উঃ নাগপুর।


47. পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলে?


উঃ বেট।


48. হামবোল্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায়?


উঃ প্রশান্ত মহাসাগরে।


49. NASA এর পুরো অর্থ কী?


উঃ National Aeronautic and Space Administration ।


50. ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কী?


উঃ মিস্ট্রাল।



মাধ্যমিক ভূগোল STUDY MATERIAL CLICK HERE 

GEOGRAPHIA 







Reactions

Post a Comment

0 Comments

Ad Code