CONCEPT OF LOGARITHM AND ANTI LOGARITHM
1.DIFFERENCE BETWEEN LOGARITHM AND ANTI LOGARITHM
উত্তরঃ ধারনাঃ একটি ধনাত্মক রাশিকে কোন ঘাতে উন্নীত করলে যদি অপর একটি ধনাত্মক রাশির সমান হয় , তবে ঐ ঘাতের সূচকের প্রথম রাশির বেসের সাপেক্ষে দ্বিতীয় রাশির লগারিদম বলে।
অ্যান্টি লগারিদম হল কোন সংখ্যার লগারিদম এর বিপরীত ।
লগ টেবিল এর সারি বরাবর ১০ থেকে ৯৯ পর্যন্ত পরপর সংখ্যাগুলি লেখা থাকে
আন্টি লগ ০.০০ থেকে ০.৯৯ পর্যন্ত বিস্তৃত ।
2.EXPLAIN THE CONCEPT OF SCIENTIFIC NOTATION
উত্তরঃ কোণো বৃহৎ সংখ্যা বা অত্যন্ত ক্ষুদ্র সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বৈজ্ঞানিক অংকপাতন বলে।
ব্যবহারঃ বৈজ্ঞানিক বিশ্লেষণ ও গবেষণায় যেমন জ্যোতির্বিদ্যা, চন্দ্রগ্রহন , ও সুর্যগ্রহনের সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়।
উদাহরনঃ সুর্যের কেন্দ্রে তাপমাত্রা ১৫০০০০০০ ডিগ্রি সেলিসিয়াস তাহলে বৈজ্ঞানিক অংকপাতন হবে-- ১৫০০০০০০=১৫*১০০০০০০
১৫/১০*১০*১০৬
১.৫*১০৭
3.DIFFERENCE BETWEEN NATURAL AND LOG SCLAES
১. যে স্কেলে সম দূরত্বে সমমান নির্দেশ করে তাকে সাধারন স্কেল বলে।
যে স্কেলে সম অনুপাতের সমান মান নির্দেশ করে তাকে লগ স্কেল বলে।
২. সাধারন গ্রাফ পেপার ব্যবহার করা হয়।
সেমি লগ বা লগ লগ পেপার ব্যবহৃত হয়।
৩. মুল বিন্দু যেকোনো সংখ্যা হতে পারে।
লগ স্কেলের মুল বিন্দু কোন ধনাত্মক রাশিই হবে।
৪. সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কম থাকে।
পার্থক্য অনেক বেশি থাকে
4. EXPALIN THE CONCEPT OF ROUNDING
যে পদ্ধতিতে বিভিন্ন সংখ্যাকে তাদের নিকটতম মানের ভিত্তিতে প্রকাশ করা হয় তাকে আসন্ন মান বা নিকটমান বলে।
উদাহরন
৬৪ এবং ৭৬ ধরা যাক দুটি সংখ্যা
৬৪ এর দশকের সংখ্যা হল ৬ এবং এককের সংখ্যা ৪ যা ৫এর কম হয় তাই আসন্ন সংখ্যা হবে ৬০ অন্যদিকে ৭৬ এর দশক সংখ্যা ৭ এবং একক সংখ্যা ৬ যা ৫ এর বেশি হলে নিকটমান হবে ৮০.
0 Comments