Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ভূগোল- টার্গেট ২০২২ প্রথম অধ্যায়ঃ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াঃ বহিস্থ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ// HS GEOGRAPHY_TARGET-2022

 

উচ্চমাধ্যমিক ভূগোল- টার্গেট ২০২২

প্রথম অধ্যায়ঃ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াঃ বহিস্থ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ

সকলে desktop mode লেখাটি পড়বেন।

জিওগ্রাফিয়াতে স্বাগত। করোনা আবহে সকল স্টুডেন্ট  গৃহবন্দি। সকলকে অনুরোধ করবো বাড়িতে থাকতে।কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না। ২০২১ সালের যা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এবং ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই সিরিজ শুরু করা হল। আশা রাখি সকলের ভালো লাগবে।

KEYWORDS: syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography , syllabus2020,wb hs, geography ,



  • ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াঃ বহিস্থ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ

প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হল।

 

বিষয়

সংজ্ঞা

১) পর্যায়ন

নদী তার ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভুমিতে যে ভারসাম্য অবস্থায় আসে তাকে পর্যায়ন বলে।

২)অবরোহন

বিভিন্ন বহির্জাত শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, প্রভৃতির দ্বারা কোনও উচ্চভূমির উচ্চতা হ্রাস পাওয়াকে অবরোহণ বলে।

৩)আরোহণ

বিভিন্ন বহির্জাত শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, প্রভৃতির দ্বারা কোনও উচ্চভূমির উচ্চতা বৃদ্ধি  পাওয়াকে আরোহণ বলে।

৪) আবহবিকার

আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা একই স্থানে শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে শিলাস্তরের উপরেই অবস্থান করে তাকে আবহবিকার বলে।

ক্ষয়ীভবন

বিভিন্ন বহির্জাত শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, প্রভৃতির দ্বারা আবহবিকারজাত পদার্থ যখন এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয় তাকে ক্ষয়ীভবন বলে।

নগ্নিভবন

আবহবিকার ও ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়া।আবহবিকারের ফলে শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে শিলাস্তরের উপরেই অবস্থানরত পদার্থসমূহ ক্ষয়ীভবন প্রক্রিয়াতে উপরের শিলা অপসারিত হয়ে ভিতরের শিলা উন্মুক্ত হয়ে পড়ে। একে নগ্নিভবন বলে 

পুঞ্জিত ক্ষয়

মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবহবিকারজাত পদার্থসমূহ উপর থেকে নীচে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে।

অন্তর্জাত প্রক্রিয়া

পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন পদার্থ চাপ ও তাপের কারণে ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে যা ভূপৃষ্ঠের উপর প্রভাব ফেলে।একে অন্তর্জাত প্রক্রিয়া বলে।

বহির্জাত প্রক্রিয়া

বিভিন্ন বহির্জাত শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, ও অবহবিকার প্রভৃতির দ্বারা ক্ষয় ও সঞ্চয়ের ফলে বিভিন্ন ভূমিরূপ গড়ে উঠে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।

জারণ

লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেন ও জলের রাসায়নিক বিক্রিয়াকে অক্সিডেশন বলে।

কার্বনেশন

চুনাপাথর যুক্ত অঞ্চলে বৃষ্টির জল ও কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে সৃষ্ট কার্বনিক অ্যাসিডের দ্বারা চুনাপাথরের উপর বিক্রিয়াকে কার্বনেশন বলে।

হাইড্রেশন

লৌহযুক্ত খনিজের সাথে জলের রাসায়নিক বিক্রিয়াকে হাইড্রেশন বলে

হাইড্রোলাইসিস

শিলামধ্যস্থিত খনিজ ও জলের অণুর একসাথে বিক্রিয়াকে হাইড্রোলাইসিস বলে।

ট্যালাস

উচ্চ পার্বত্য অঞ্চলে দিনেরবেলা শিলা ফাটলের মধ্যে জমে থাকা বরফ গলে জলে পরিণত হয় এবং রাতে পুনরায় বরফে পরিণত হয়। এটি ক্রমাগত চলতে থাকায় বৃহৎ প্রস্তরখণ্ডের সৃষ্টি হয় একে ট্যালাস বা স্ক্রি বলে।

কলিকরন

আর্দ্র ও শুষ্ক অঞ্চলে জোয়ার – ভাঁটার ফলে শিলায় যে ফাটল দেখা যায় তাকে কলিকরন বলে।

টর

অনেক সময় আবহবিকার শিলার ফাটল বরাবর অনেক গভীর পর্যন্ত ক্রিয়াশীল হয় ।ফলে শিলার উপরের অংশ ক্ষয় প্রাপ্ত হয়ে উচ্চ দণ্ডায়মান অবস্থায় থাকে তাকে টর বলে ।


সংশোধিত ও সম্পূর্ণ সিলেবাসটি তুলে ধরা হল।এবং তার সাথে প্রশ্নপত্রের

 প্যাটার্ন দেওয়া হল আশা করি ছাত্রছাত্রীদের সুবিধা হবে।


সম্পূর্ণ সিলেবাসঃ

SL_NO

অধ্যায়

 

MCQ(1MARK)

SAQ(1MARK)

DESCRIPTIVE TYPE QUESTION ( 7 MARKS)

TOTAL

প্রথম অধ্যায়

১)ভুমিরূপ গঠনকারী প্রক্রিয়াঃবহিস্থ ও সংশ্লিষ্ট ভূমিরূপ

১*২

১*১

৭*১

১৯

 

 

২) ভৌমজল

১*১

১*১

 

 

৩) সমুদ্রতরঙ্গ

 

 

 

 

২)

দ্বিতীয় অধ্যায়

ক্ষয়চক্র

১*১

১*১

 

৩)

তৃতীয় অধ্যায়

জলনির্গম প্রণালী

১*১

১*১

 

৪)

চতুর্থ অধ্যায়

মৃত্তিকা

১*২

১*১

৭*১

১৬

৫)

পঞ্চম অধ্যায়

বায়ুমণ্ডলীয় গোলযোগ

১*৩

১*২

 

 

জলবায়ুর শ্রেণীবিভাগ

 

 

জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ

 

 

জলবায়ুর পরিবর্তন

৬)

ষষ্ট অধ্যায়

জীববৈচিত্র্য

১*১

১*১

৭)

সপ্তম অধ্যায়

প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়

১*১

১*১

৮)

অষ্টম অধ্যায়

অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও কৃষি

১*২

১*১

৭*১

১০

 

 

শিল্প

১*২

১*১

৭*১

১৩

 

 

তৃতীয় শ্রেনীর অর্থনৈতিক কার্যকলাপ

১*২

১*১

৯)

নবম অধ্যায়

জনসংখ্যা

১*২

১*১

৭*১

১২

 

 

জনবসতি

 

 

১০)

দশম অধ্যায়

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন

১*১

১*১

 

সায়ন্তনী সিং 
(MSC,B.ED GEOGRAPHY)

Reactions

Post a Comment

0 Comments

Ad Code