ওড়িশার জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য
ওড়িশা রাজ্যটি উদ্ভিদ(Flora) ও প্রাণীকুলের(Fauna) জন্য বেশ সমৃদ্ধ৷ এই রাজ্যে অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান রয়েছে৷ এখানকার কিছু গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান গুলি হল- সিমলিপাল জাতীয় উদ্যান(Simlipal National Park), ভিতরকনিকা জাতীয় উদ্যান(Bhitarkanika National Park), বাদরামা বন্যপ্রাণী অভয়ারণ্য(Badrama Wildlife Sanctuary), সিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য(Simlipal Wildlife Sanctuary), বালুখান্দ কোনারক বন্যপ্রাণী অভয়ারণ্য(Balukhand Konark wildlife Sanctuary), সুনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য(Sunabeda wildlife Sanctuary)৷
ওড়িশার জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান হল সরকারী মালিকানাধীন প্রাকৃতিক জমির একটি সংরক্ষিত অঞ্চল যা কোনো ধরণের দখল ও উন্নয়ন থেকে বিরত৷ ENVIS center এর তথ্য অনুযায়ী এখানে দুটি জাতীয় উদ্যান রয়েছে , সেগুলি হল-
ভিতরকনিকা জাতীয় উদ্যান(Bhitarkanika National Park) —
এটি ওড়িশার কেন্দ্রপাড়া জেলার উত্তর-পূর্বে অবস্থিত৷ ১৯৯৮ সালে এটি অস্তিত্ব লাভ করে৷
( বৈশিষ্ট্য —
১. এই জাতীয় উদ্যানটির চারপাশে রয়েছে ভিতরকনিকা বন্যপ্রাণী অভয়ারণ্য৷ এটি প্রায় ১৪৫ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত৷
২. এটি সরীসৃপ প্রাণী, স্তন্যপায়ী প্রাণী ও বিভিন্ন প্রজাতির পাখির জন্য সমৃদ্ধ৷ এই জাতীয় উদ্যানটির প্রধান উদ্ভিদ হল সুন্দরী(Sundari), থেসপিয়া(Thespia), সেগুন(Teak), সালাইয়া(Salaia), বাঁশ(Bamboo), বাবুল(Babool), পলাশ(Palas), নীল প্রজাতির গুল্ম(Indigo bush) ইত্যাদি৷
৩. এখানকার গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাতি হল কুমির(Crocodile), সাদা কুমির(White Crocodile), দেশীয় পাইথন(Indian Python), কিং কোবরা(King Cobra), কালো আইবিস(Black Ibis) এবং আরও অনেক প্রাজাতি৷ এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি৷
সিমলিপাল জাতীয় উদ্যান(Simlipal National Park) —
এটি ওড়িশার উত্তর-পূর্বে ময়ুরভঞ্জ জেলায় অবস্থিত৷ ১৯৮০ সালে এটি জাতীয় উদ্যান হিসাবে পরিচিতি লাভ করে৷
( বৈশিষ্ট্য —
১. এটি প্রায় ৮৪৫.৭০ বর্গ কিলোমিটার অঞ্চল অধিকার করে রয়েছে৷ এটি পর্ণমোচী উদ্ভিদ ও শাল বনভূমি দ্বারা পরিবেষ্টিত৷ এই জাতীয় উদ্যানটি জুড়ে মোট ১২ টি নদী প্রবাহিত হয়েছে৷
২. এই উদ্যানটিতে উত্তর ক্রান্তীয় অর্ধ চিরসবুজ উদ্ভিদ, উত্তর ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ এবং অর্কিড জাতীয় উদ্ভিদের মিশ্রণ লক্ষ করা যায়৷ এই উদ্যানটি বিভিন্ন ঔষধি ও সুগন্ধযুক্ত উদ্ভিদের উৎসস্থল৷
৩. এটি বিভিন্ন প্রাণীর বাসগৃহ যেমন বাঘ(Tiger), এশিয়া মহাদেশীয় হাতি(Asian Elephant), ভারতীয় বাইসন(Gaur)৷ এছারাও রয়েছে চার সিং বিশিষ্ট হরিণ(Four-horned antelope), হরিণ(Deer), চিতা বাঘ(Leopard), ভালুক(Bear), দাগবিশিষ্ট ভালুক(Spotted bear), এশিয়া মহাদেশীয় বানর(Langurs) ইত্যাদি লক্ষ করা যায়৷
৪. এটি রয়্যাল বেঙ্গল টাইগার(Royal Bengal Tigar) এর আস্রয়স্থল৷ এখানে জোরান্ডা এবং বারেহিপানি নামক দুটি জলপ্রপাত রয়েছে৷
ওড়িশার বন্যপ্রাণী অভয়ারণ্য ——
বন্যপ্রাণী অভয়ারণ্য বলতে এমন একটি অঞ্চলকে বোঝায় যেটি সম্পূর্ণরূপে সংরক্ষিত কিন্তু বন্যপ্রাণী রক্ষা ও বিকাশের জন্য কিছু সংখ্যক মনুষ্য ক্রিয়াকলাপের অনুমোদন থাকে৷ ENVIS centre on Wildlife and protected areas – এর রিপোর্ট অনুযায়ী ওড়িশায় ১৯ টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে৷ ওড়িশার সবথেকে বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য টি হল গাহিরমাথা বন্যপ্রাণী অভয়ারণ্য(Gahirmatha Wildlife Sanctuary) এবং সবথেকে ক্ষুদ্রতম হল নন্দনকানন বন্যপ্রাণী অভয়ারণ্য(Nanadankanon Wildlife Sanctuary)৷ওড়িশার কিছু মুখ্য বন্যপ্রাণী অভয়ারণ্য হল-
বাদরামা বন্যপ্রাণী অভয়ারণ্য(Badrama Wildlife Sanctuary) ——
এটি Ushakothi Sanctuary নামেও পরিচিত৷ এটি সম্বলপুর জেলায় অবস্থিত৷ এটি ১৯৬২ সালে অস্তিত্ব লাভ করে এবং ৩০৪.০৩ বর্গ কিমি অঞ্চল অধিকার করে রয়েছে৷
এই অভয়ারন্যের গুরুত্বপূর্ণ উদ্ভিদ গুলি হল- আর্দ্র শাল বনভূমি, শাল অধিকৃত মিশ্র পর্ণমোচী বৃক্ষের বন এবং বাঁশের বন৷
গুরুত্বপূর্ণ প্রাণী গুলি হল- বাঘ(Tiger), হাতি(Elephant), চিতাবাঘ(Leopard), হায়না(Hyena), বাইসন(Bison), বন্য শূকর(Wildboar), দাগবিশিষ্ট ভালুক(Spotted bear), sambar deer, ভালুক(Bear), শজারু(Porcupine) এছারাও বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপ৷
ভিতরকনিকা বন্যপ্রাণী অভয়ারণ্য(Bhitorkonika Wildlife Sanctuary) ——
এটি কেন্দ্রপাড়া জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত৷ এটি ১৯৭৫ সালে অস্তিত্ব লাভ করে, এবং ৫২৫ বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত৷ এই অভয়ারণ্যটি ম্যানগ্রোভ জাতীয় বনভূমি৷
এই অভয়ারণ্যটি সমুদ্র সৈকত দ্বারা আবদ্ধ, এখানে জানুয়ারী থেকে এপ্রিল মাসে Olive Ridley sea turtles দেখা যায়৷
গুরুত্বপূর্ণ প্রানিগুলি হল – লবণাক্ত জলের কুমির(Endangered), হায়না(Hyena), মৎস্য শিকারি বিড়াল(Fishing cat), বন্য বিড়াল(Jungle cat), ভাম(Civet), দেশীয় শজারু(Indian Porcupine) , বন্য শূকর(Wildboar), দাগবিশিষ্ট ভালুক(Spotted bear), গাঢ় বাদামি রঙের হরিণ(Sambar), সারস পাখি(Stork), বক(Egrets), কালো ইবিস(Black ibis), স্বাদু জলের ছোট মাছ(Darters) ইত্যাদি৷
সাতকসিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য(Satkosia Wildlife Sanctuary) ——
ওড়িশার আঙ্গুল জেলায় অবস্থিত৷
এখানকার প্রধান উদ্ভিদ গুলি হল – মিশ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি এবং শাল বন।
গুরুত্বপূর্ণ প্রাণী গুলি হল – গরিলা(Gharilas), হাতি(Elephant), চিতাবাঘ(Leopard), গৌর(Gaur), কালো ভালুক(Black Bear), বন্য ছাগল(Wild goat), ছোট লেজ বিশিষ্ট বাদর(Assamese macaque) ইত্যাদি।
সিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য(Simlipal Wildlife Sanctuary) ——
এটি ময়ুরভঞ্জ জেলায় অবস্থিত৷ ১৩৫৪ বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত।
শাল বন, অর্ধ চিরসবুজ বন এবং আর্দ্র ক্রান্তীয় পর্ণমোচী বন নিয়ে এই অভয়ারণ্য গঠিত৷
এখানকার গুরুত্বপূর্ণ প্রাণী হল বাঘ(Tigar), হাতি(Elephant), ব্ল্যাক প্যান্থার(Black panther), গৌর(Gaur), বনরুই(Pangolin), চার সিং বিশিষ্ট হরিণ(Four-horned antelope), ঝুটিওয়ালা ঈগল পাখি(Crested serpent eagle), ধূসর হর্নবিল(Grey hornbill), ময়ূর(Peafowl), দেশীও পাহাড়ি ময়না(Indian hill myna) ইত্যাদি।
নন্দনকানন বন্যপ্রাণী অভয়ারণ্য(Nandankanan Wildlife Sanctuary) ——
এটি খুরদা জেলায় অবস্থিত। ১৯৭৯ সালে এটি অস্তিত্ব লাভ করে, এটি ১৪.১৬ বর্গকিমি অঞ্চল জুড়ে বিস্তৃত।
এটি সারা বিশ্বের বনরুই অর্থাৎ Indian Pangolin এর একমাত্র সংরক্ষণ প্রজনন কেন্দ্র৷
সারা বিশ্বের মধ্যে সর্বচ্চ সাদা বাঘের সমাহারের দরুন এই অভয়ারণ্যটি আন্তর্জাতিক মহলে বিখ্যাত৷ সাদা বাঘের পাশাপাশি গরিলা, চিতাবাঘ, সিংহ, রাটেল, শকুন ইত্যাদি প্রাণী লক্ষ করা যায়৷
এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রাণী যেমন- মহাদেশীয় সিংহ, দেশীও কুমির, লেজবিশিষ্ট ম্যাকাও, নীলগিরি জাতীয় বাদর ইত্যাদি।
বাইসিপাল্লি বন্যপ্রাণী অভয়ারণ্য(Baisipalli Wildlife Sanctuary) ——
এটি নয়াগড় জেলায় অবস্থিত। এটি ১৯৮১ সালে অস্তিত্ব লাভ করে এবং এটি ১৬৮.৩৫ বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে৷
এখানকার গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রাজাতি গুলি হল- মিশ্র পর্ণমোচী বন, শুষ্ক পর্ণমোচী বন এবং উপদ্বীপীয় আর্দ্র শাল বন।
এই অভয়ারণ্যের প্রধান প্রাণী গুলি হল- হাতি, বাঘ, চিতাবাঘ, জলজ পাখি এবং কিছু ভিন্ন প্রজাতির সরীসৃপ যেমন পাইথন, কিং কোবরা ইত্যাদি৷
চান্দাকা দামপারা বন্যপ্রাণী অভয়ারণ্য(Chandaka Dampara Wildlife Sanctuary) ——
এটি ওড়িশার খুরদা ও কটক জেলার অংশবিশেষ নিয়ে অবস্থিত। এটি হাতি সংরক্ষণ কেন্দ্র হিসাবে ১৯৮২ সালে অস্তিত্ব লাভ করে।
এখানকার প্রধান উদ্ভিদ প্রজাতি হল- আর্দ্র চিরসবুজ বন, উপকূলীয় শাল বন, কাঁটাযুক্ত বাঁশ বন, রোপণ করা সেগুন, ছোট ঝোপঝাড়, অর্কিড ইত্যাদি।
দেশীও হাতি(Elephant), চিতাবাঘ(Leopard), চিত্রা হরিণ(Chital), Barking deer, Mouse deer, বন্য শূকর(Wild pig), হনুমান(Common langur), ছোট খাটাশ বা ভাম(Small Indian civet), বনরুই(Pangolin), কালো ভালুক(Sloth bear), হায়না(Hyena), ময়ূর(Peafowl), লাল বনমোরগ(Red jungle fowl), তিলা নাগ ঈগল(Crested serpent eagle) ইত্যাদি।
চিল্কা বন্যপ্রাণী অভয়ারণ্য(Chilika Wildlife Sanctuary) ——
এটি পুরী, খুরদা এবং গঞ্জম জেলার পূর্ব উপকূলে অবস্থিত। এটি ১৯৮৭ সালে অস্তিত্ব লাভ করে। এটি নলবন পক্ষী অভয়ারণ্য নামেও পরিচিত।
বর্ষাকালে এই অঞ্চলটি সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত থাকে। এখানে প্রতিবছর প্রায় ৬০ শতাংশ পরিযায়ী পাখি আসে।
চিলিকা হ্রদটি ইরাবতী ডলফিন(Irrawady dolphins) ও বটলনস ডলফিন(Bottle-nosed dolphins) এর আশ্রয়স্থল।
এখানে গুরুত্বপূর্ণ কিছু পাখি প্রজাতি রয়েছে যেমন- ধলাপেট সিন্ধুঈগল(White bellied sea eagles), মেটে রাজহাস(Greylag geese), বেগুনি কালেম(Purple moorhen), জলময়ুর(Jacana), বক(Herons), আগুনরঙ্গা বক(Flamingos) ইত্যাদি।
গুরুত্বপূর্ণ প্রাণী গুলি হল- কৃষ্ণসার(Black buck), চিত্রা হরিণ(Spotted deer), বনবিড়াল(Jungle cat), শিয়াল(Fox), পাতি শিয়াল(Golden Jackals), হায়না(hyena) ইত্যাদি। এই অভয়ারণ্যটিতে ১৬০ প্রজাতির মৎস্য রয়েছে।
ওড়িশার বন্যপ্রাণী সংরক্ষণ——
বন্যপ্রাণী সংরক্ষণ হল মূলত বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত অঞ্চল। এই অঞ্চলটি সম্পূর্ণরূপে পরিচালিত এবং সংরক্ষিত এবং এখান থেকে বিভিন্ন প্রজাতি নিয়ে গবেষণা করার সুযোগ পাওয়া যায়। এখানে যে সব ওয়াইল্ডলাইফ রিজার্ভ রয়েছে সেগুলি হল-
Simlipal Tiger Reserve
Mayurbhanj Elephant Reserve
Mahanadi Elephant Reserve
Sambalpur Elephant Reserve
Satkosia Tiger Reserve
ওড়িশার জীববৈচিত্র্য——
ওড়িশায় এক সমৃদ্ধ জীববৈচিত্র্য লক্ষ করা যায়। এখানকার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিলিকা ও ভিতরকনিকার ম্যানগ্রোভ বনভূমির জন্য দূর দেশ থেকে অভিবাসী পাখিদের আগমন ঘটে যা এক বৃহৎ জনসংখ্যাকে আকর্ষণ করে। ওড়িশার বৃহৎ কিছু গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল হল -
Simlipal Biosphere Reserve
Region of Western Orissa
Bhitarkanika Mangrove
Chilika Lagoon
ওড়িশার বন্যপ্রাণী সংরক্ষণে সরকারী উদ্যোগ——
বন্যপ্রাণী সংরক্ষণে ওড়িশা সরকারের বিশেষ ভূমিকা লক্ষ করা যায়। ১৯৭৩ সালে সরকার দ্বারা “Project Tiger” প্রকল্প চালু করা হয়। বাঘ সংরক্ষণ এর জন্য একমাত্র সিমলিপাল অঞ্চলকে কে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়।
১৯৭৪ সালে “Orissa Willife Organization” অস্তিত্ব লাভ করে। এই সংস্থার লক্ষ হল মূলত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পার্শ্ববর্তী জনগণকে উৎসাহ দেয়া ও এতে অংশগ্রহণ করা।
১৯৭৪-৭৫ সালে “Crocodile Conservation programme” চালু করা হয়, এটির লক্ষ হল কুমির ও লবণাক্ত জলের কুমির প্রজাতিগুলিকে সংরক্ষণ করে রাখা।
১৯৭৬ সালে “Sea Turtle conservation” প্রকল্পটি গ্রহণ করা হয়। এছারাও ১৯৯১ সালে হাতিদের সুরক্ষার জন্য “Project Elephant” নামক প্রকল্প গ্রহণ করা হয়। ২০০১-০২ সালের মধ্য ময়ুরভঞ্জ, মহানদী এবং সম্বলপুর নামক ৩ টি Elephant reserve কেন্দ্র গড়ে তোলা হয়।
গার্গী দাস
জিওগ্রাফিয়া
তথ্যসূত্রঃ- Know your state Orissa – By Arihant Experts, Orissa PCS Exam Notes, ENVIS centre of odisha’s state of environment, India Tours Guide.
0 Comments