Ad Code

Ticker

7/recent/ticker-posts

Important MCQs of Geography as a Discipline// পাঠ্যরূপে ভূগোলের কিছু গুরুত্বপুর্ণ MCQs


Important MCQs of Geography as a Discipline// 

পাঠ্যরূপে ভূগোলের কিছু গুরুত্বপুর্ণ MCQs

একাদশ শ্রেণী 
অধ্যায়ঃ পাঠ্যরূপে ভূগোল 


Important MCQs of Geography as a Discipline//  পাঠ্যরূপে ভূগোলের কিছু গুরুত্বপুর্ণ MCQs




১. নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয় – ভূমিরূপবিদ্যা ।

২. “ভূগোলই হল আদি মাতৃসম শাস্ত্র “ – এই উক্তিটি করেন – হামবোল্ড।

৩. প্রাণীবদ্ধ ভূগোলের জনক হল- ভন হামবোল্ড।

৪. ভূগোলবিদদের সবচেয়ে গুরুত্বপুর্ন হাতিয়ার হল – মানচিত্র।

৫. প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক রয়েছে – ভৌতবিজ্ঞান ।

৬. আধুনিক ভূগোলের বিষয়বস্তু – গতিশীল।

৭. যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে নিখুঁত ধারণা দিয়েছেন – এরাটোথেনিস।

৮. পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদটি দিয়েছেন – কান্ট।

৯. ভূগোল হল মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ – এরাটোথেনিস।

১০. ভূমিরূপ বিদ্যার জনক – ডেভিস।

১১. ভূগোলশাস্ত্রের মূল বিষয় হল – মানুষ ও প্রকৃতির সম্পর্ক।

১২. প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি হল- জ্যোতির্বিজ্ঞান, ভূগাঠনিক বিদ্যা ও ভূমিরূপ বিদ্যা , আবহবিদ্যা, জলবায়ুবিদ্যা, জলবিজ্ঞান, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল প্রভৃতি।

১৩। মানবীয় ভূগোলের শাখাগুলি হল – রাশিবিজ্ঞান, সামাজিকভূগোল , জনসংখ্যা ভূগোল , জনবসতি ভূগোল , সাংস্কৃতিক ভূগোল , রাজনৈতিক ভূগোল , ঐতিহাসিক ভূগোল, এবং অর্থনৈতিক ভূগোল।

১৪. পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন – অ্যানাক্সিমিন্ডার।

১৫. কসমস বইটির লেখক – হামবোল্ড।

১৬. মাটি সংক্রান্ত ভূগোলকে  বলে – পেডোলজি ।

১৭. Dictionary of Geography গ্রন্থের রচয়িতা – স্ট্যাম্প।  

১৮. আধুনিক ভূগোলের জনক – হামবোল্ড ও রিটার।

১৯. ভূগোলের প্রকৃত জনক – হেকাটিয়াস ।

২০. মানচিত্রবিদ্যার জনক – অ্যানাক্সিমিন্ডার।

২১. গাণিতিক ভূগোলের আদিপুরুষ – থেলেস ।

২২. জলবায়ুবিদ্যার জনক – ডঃ রেড বেরিসন ।

২৩. মৃত্তিকা ভূগোলের জনক – ভি.ভি.ডকুচেভ ।

২৪. উদ্ভিদ ভূগোলের জনক – আলফ্রেড রাসেল ওয়ালেস।

২৫. মানবীয় ভূগোলের জনক – ভিদাল – দা - লা- ব্লাশ ।

২৬. সমাজ ভূগোলের জনক – ডেমোল্যা ।

২৭. সাংস্কৃতিক ভূগোলের জনক – কার্ল – ও – সয়ার ।

২৮. রাজনৈতিক ভূগোলের জনক – ফ্রেডরিক র‍্যাটজেল ।

২৯. ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতিকে বলা হয় – কার্টোগ্রাফি ।

৩০. “Geography” শব্দটি প্রথম ব্যবহার করেন - এরাটোথেনিস।

৩১. অ্যানথ্রোপোজিয়োগ্রাফি ( Anthropogeography ) গ্রন্থের লেখক – ফ্রেডরিক র‍্যাটজেল । 

৩২. জিয়োগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন - এরাটোথেনিস।

৩৩. “ ভূগোলের সবধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান” উক্তিটি করেছেন – জোন্স ।

৩৪. ভূগোলে গনিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যাবহার বলে বোঝায় – মাত্রিক বিপ্লব ।

৩৫. ভূগোলের যে শাখায় সৌরজগতের গ্রহগুলির প্রকৃতি ও বৈশিষ্ট নিয়ে আলচনা করা  হয় – গ্রহসংক্রান্ত ভূগোল।  
-------------------------------------------------------------------------------------------------------
@সায়ন্তনী সিং  
@জিওগ্রাফিয়া 


Reactions

Post a Comment

0 Comments

Ad Code