Ad Code

Ticker

7/recent/ticker-posts

কিছু গুরুত্বপূর্ণ MCQs : দ্বিতীয় অধ্যায়ঃ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ



কিছু গুরুত্বপূর্ণ MCQs : দ্বিতীয় অধ্যায়ঃ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ

একাদশ শ্রেণীদ্বিতীয় অধ্যায়ঃ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ


কিছু গুরুত্বপূর্ণ MCQs : দ্বিতীয় অধ্যায়ঃ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ



১) “History of Ocean Basin” বইটি লেখেন – হ্যারি হেস

২) কেন্দ্রমণ্ডলের মূল উপাদান – নিকেল ও লোহা

৩) নিরক্ষরেখার দিকে মহাদেশীয় চলনের শক্তিকে বলা হয় – বৈষম্যমূলক অভিকর্ষজ বল ।

৪) বেনিয়ফ জোনের কৌণিক মান – ৪৫º

৫) পর্যায়ন শক্তি – বহির্জাত শক্তি ।

৬) প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয় – মেসোজয়িক যুগে

৭) “Isotacy” শব্দটি প্রথম ব্যবহার করেন – ডাটন ।

৮) সিয়াল গঠিত শিলাস্তরটি হল – গ্রানাইট. 

৯) মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে – গ্রানাইট শিলা দ্বারা।

১০) মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট – স্তূপ পর্বত

১১) অন্তঃ গুরুমন্ডল ও বহিঃ গুরুমন্ডল যে বিযুক্তিরেখা দ্বারা বিছিন্ন – রেপিট্টিও বিযুক্তি

১২) নিম্মজিত পাতের ঢালু অংশকে – বেনিয়ফ জোন বলে ।

১৩) ভূত্বকের সিয়াল ও সীমার মাঝে যে বিযুক্তিতল রয়েছে তার নাম – কনরাড বিযুক্তি ।

১৪) গিরিজনি আলোড়নের ফলে গঠিত হয় – ভঙ্গিল পর্বত ।

১৫) পৃথিবী উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ দিয়েছেন – কান্ট।

১৬) নীহারিকা সম্পর্কে মতবাদ প্রকাশ করেছেন – ল্যাপলাস।

১৭) “Level of Compensation” এর উপর প্রতিষ্ঠিত মতবাদ – প্র্যাট ।

১৮) সমস্থিতিস্থাপকতা ভূমির – প্লবতাগত ভারসাম্যকে নির্দেশ করে।

১৯)  পরিমার্জিত ভাবে আলফ্রেড ওয়েগনার মহিসঞ্চারনের মতবাদ দেন – ১৯২২ সালে ।

২০) পৃথিবী উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটির নাম – গ্যাসীয় মতবাদ ।

২১) ভূ-গর্ভে পরিচলন স্রোতের অস্তিত্ব সম্পর্কে ধারণা দেন – আর্থার হোমস ।

২২) প্রতিবিধান তলের ধারণা দেন – প্র্যাট।

২৩) পৃথিবী উৎপত্তি সম্পর্কে চেম্বারলিন ও মূলটনের  মতবাদটি হল- গ্রহানু মতবাদ ।

২৪) পৃথিবীর জন্মসংক্রান্ত প্রাচীন  মতবাদটি হল – ধূমকেতু মতবাদ ।

২৫) মহাসাগরগুলি প্রধানত যে শিলা দ্বারা গঠিত – ব্যাসল্ট ।

২৬) সমুদ্রবক্ষের বিস্তৃতি ধারনাটি দেন- হ্যারি হেস।

২৭) “ Plate” শব্দটি প্রথম ব্যবহার করেন – ট্রুসো উইলসন।

২৮) মহিসঞ্চারনের মতবাদের প্রবর্তক – ওয়েগনার ।

২৯) মহাদেশীয় ও মহাসাগরীয় পাতসীমানায় দেখা যায় না – অধঃ পাত বলয় ।

৩০)  কেন্দ্রমণ্ডলের খনিজ গঠনকে – নিফে বলে ।

৩১)  ওয়েগনারের মতে , মহীসঞ্চারনের প্রধান কারন – জোয়ারি মতবাদ ।

৩২) মধ্যসাগরীয় শৈলশিরা সৃষ্টি হয় –  প্রতি সারী পাত সীমান্তে ।

৩৩) জিগ- স- ফিট যে মতবাদের সঙ্গে যুক্ত তা হল – মহিসঞ্চারন


চলবে.............................................।

@সায়ন্তনী সিং
@জিওগ্রাফিয়া 




Reactions

Post a Comment

0 Comments

Ad Code