Ad Code

Ticker

7/recent/ticker-posts

দ্বাদশ শ্রেণী: ভূমিরূপ প্রক্রিয়ার ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন


উচ্চমাধ্যমিক ভূগোল

প্রথম অধ্যায়


ভূমিরূপ প্রক্রিয়া

PART----01



. “GRADE” কথাটি প্রথম বলেন ---- গিলবার্ট ( ১৮৭৬)

২. “ Present is key to the past”  কথাটি বলেন ---- জেমস হাটন (১৮৮৫)

৩. আবহবিকার হল -----অবরোহণ প্রক্রিয়া

৪. রেগোলিথ একটি -----অবরোহণ প্রক্রিয়া

৫. ব- দ্বীপ ------ আরহণের প্রভাবে সৃষ্টি হয়

৬. “Denudation “ কথা টির অর্থ -----বহুদুরে গমন

৭. শল্কমোচন ----- গ্রানাইট শিলা হয়ে থাকে।

৮. গিরিজনি কথার অর্থ ---- পর্বতের উৎপত্তি

৯. মহিভাবক কথার অর্থ ----- মহাদেশ উৎপত্তি

১০. আবহবিকার কথার অর্থ ------চুর্নবিচুর্ন

১১. পৃথিবীর বিখ্যাত গিজার ----- ওল্ড ফেথফুল গিজার

১২. উৎসন্দ জল হল ------প্রাথমিক জল

১৩. ফ্রিয়েটিক কথার অর্থ------ কূপ

১৪.বৃহত্তম আর্টেজিয় কূপ ------ great Artesia basin (আমেরিকা)

১৫. ছোটো উভালাকে ------ জামা বলে

১৬. কাস্ট কথাটির অর্থ ----- উন্মুক্ত প্রস্তরময় ভূমি

১৭. বেলে পাথর হল একটি ---- প্রবেশ্য শিলা

১৮. স্লেট হল ----- অপ্রবেশ্য শিলা

১৯. অসম্পৃক্ত স্তরের অপর নাম ----- ভাদোস স্তর

২০. সম্পৃক্ত স্তরের অপর নাম ----- ফ্রিয়েটিক স্তর

২১. অসম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে জল প্রবাহিত হলে তাকে বলে ------ ভাদোস জল।
২২. পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে রয়েছে একটি------ উষ্ণ প্রস্রবন
২৩. বিহারের রাজগির হল একটি------ উষ্ণ প্রস্রবন

২৪. টেরারোসা কথাটির অর্থ হল ------ লাল মাটি ।

২৫.কাস্ট ভূমিরূপের বিভিন্ন নাম ----- জার্মানী --- কারেন , ইংল্যান্ড ---- গ্রাইক , ফ্রান্সে ----- ল্যাপিস ,

২৬. ভারতে সিংকহোল দেখা যায় ----- উত্তরাখণ্ডের দেরাদুনে

২৭. সোয়াল হোলের বিভিন্ন নাম ----- ফ্রান্সে ---- সচ , ক্রুয়েক্স, আভেন, গুফ্র, পুইট

২৮. অগ্ন্যতপাতের সময় ম্যাগমার সাথে যে জল নির্গত হয় তাকে ---- উতস্যন্দ জল বলে।

২৯.  ডোলাইন কথার অর্থ হল ---- ভুদৃশ্যের মধ্যে এক অবনমিত উপত্যকা।

৩০. আর্তেজিয় কূপ প্রথম খনন করা হয় উত্তর ফ্রান্সের আর্তোয়েস প্রদেশে  ( ১২২৬ সালে )

৩১.পোনর কথাটির অর্থ হল -----নলাকৃতি গর্ত ।

৩২. শিলার মধ্যে যে জল থাকে তাকে ----- সহজাত জল বলে।

৩৩. চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত ফুলের পাপড়ির মতো সৃষ্ট ভূমিরূপকে ----- অ্যানথোডাইট

৩৪. পোলজির মেঝেতে টিলা আকৃতি উঁচু ঢিবিকে -----হামস

৩৫. গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় ---- অস্ট্রেলিয়ার উপকূলের কাছে ।

৩৬.চুনাপাথর দ্বারা গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে ----- হেলিকটাইট।

৩৭.  সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে খিলানের ক্ষয়প্রাপ্ত যা ভূমিরূপ কেবল ভাঁটার সময় দেখা যায় তা হল----- স্ট্যাক

৩৮. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে ---- জলচক্রের কারণে ।

৩৯. আরোহণ যে পার্থিব প্রক্রিয়ার অংশ ---- বহির্জাত প্রক্রিয়া.

৪০.আবহবিকারজাত পদার্থ অভিকর্ষের টানে নীচে নেমে এলে ----- পুঞ্জিত ক্ষয় ।

৪১.ভাদোস স্তরের সর্বনিম্ন স্তর --- মৃত্তিকা জলস্তর

৪২.মুক্ত আকুইফার দেখা যায় ---- অপ্রবেশ্য শিলাস্তরের উপরের প্রবেশ্যস্তরে ।

৪৩. উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠকে ---- ফেচ বলে.

৪৪. চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনের ঝুরিকে ----- স্ট্যালাকটাইট বলে ।

৪৫. ভারতের কোঙকণ উপকূল যে ধরনের উপকূল তা হল -----  নিমজ্জিত উপকূল।

৪৬. ভারতের পুর্ব উপকূল যে ধরনের উপকূল তা হল ---- উত্থিত উপকূল।

৪৭. টেরারোষা মূলত দেখা যায় ----- নাতিশীতোষ্ণ জলবায়ুতে ।

৪৮. নরওয়ে উপকূল ---- ফিয়ড উপকূল

৪৯. অপ্রবেশ্য শিলাস্তরে জলবাহী স্তর সঠিক হতে না পারলে তাকে  ---- অ্যাকুইটার্ড বলে

৫০. ভৌম জল যখন একটি রেখা বরাবর নির্গত হয়ে  থাকলে তাকে ---- প্রস্রবন রেখা বলে ।

Continue...............

সংকলন:- সায়ন্তনী সিং




Reactions

Post a Comment

0 Comments

Ad Code