Ad Code

Ticker

7/recent/ticker-posts

সেনসাস সংক্রান্ত তথ্য ২০১১ এবং ২০০১ সালঃ পশ্চিমবঙ্গ

সেনসাস সংক্রান্ত তথ্য ২০১১ এবং ২০০১ সালঃ পশ্চিমবঙ্গ


  • পশ্চিমবঙ্গের ২০১১ এবং ২০০১ সালের সেনসাস সংক্রান্ত  কিছু তথ্য


বৈশিষ্ট / বিষয়
২০১১
২০০১
জনসংখ্যা
৯১২৭৬৬১১৫
৮১৭৬১৯৭
নারী সংখ্যা
৪৪৪৬৭০৮৮
৩৮৭১০২১২
পুরুষ সংখ্যা
৪৬৮০০২৭
৪১৪৬৫৮৯৫
জনসংখ্যা বৃদ্ধির হার
১৩.৮৪%
১৭.৮৪%
মোট বৃদ্ধির হার
৭.৫৪%
৭.৭৯%
নারী – পুরুষ অনুপাত
৯৫০
৯৩৪
শিশুর অনুপাত
৯৫৬
৯৬০
ঘনত্ব
১০২৯
৯০৩
আয়তন
৮৮৭৫ কিমি
০-৬ বয়সী জনসংখ্যা
১০৫২১৪৬৬
১১৪১৪২২২
পুরুষ সংখ্যা ( ০-৬)
৫৪১০৩৯৬
৫৮২৪১৮০
নারী সংখ্যা ( ০-৬)
৫১৭১০৭০
৫৫৯০০৪২
স্বাক্ষরতার হার
৭৬.২৬%
৬৮.৬৪%
পুরুষ স্বাক্ষর
৮১.৬৯%
৭৭.০২%
নারী স্বাক্ষর
৭০.৫৪%
৫৯.৬১%


  • পশ্চিমবঙ্গের ধর্মঃ হিন্দু ( ৭০.৫৪% ) > মুসলিম (২৭.০১% ) > খ্রিষ্টান (০.৭২%) > বৌদ্ধ ( ০.৩১%) > শিখ ( ০.০৭% ) > জৈন ( ০.০৭%)। 

  • পশ্চিমবঙ্গের উপজাতি সম্প্রদায় সমূহ 

 উপজাতি সম্প্রদায় 
শতাংশ
সাঁওতাল
৫১.৮%
ওঁরাও
১৪%
মুন্ডা
৭.৮%
ভুমিজ
৭.৬%
কোরা
৩.২%
লোধা
১.৯%
মাহালী
১.৭%
ভুটিয়া
১.৪%
বেদিয়া
১.৩%
সাবার
১%




  • পশ্চিম বঙ্গের উপজাতি সমূহের সমাবেশ দেখা যায় মেদিনীপুর , জলপাইগুড়ি, পুরুলিয়া, বর্দ্ধমান , বাঁকুড়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি।

  • মুসলিম জন্সংখ্যার প্রাধান্য দেখা যায় মুর্শিদাবাদ ( ৬৬.২%), মালদা( ৫১.১%), উত্তর দিনাজপুর ( ৫০%) , বীরভূম ( ৩৭.০৬%), দক্ষিণ ২৪ পরগনা ( ৩৫.৫%) , কোচবিহার ( ২৫.৫%)।

  • ২০১১ সেনসাস অনুযায়ী মেগাসিটি  হল কলকাতা , হাওড়া , দুর্গাপূর , আসানসোল , শিলিগুড়ি।
                                                                                                                                   সায়ন্তনী সিং 





Reactions

Post a Comment

0 Comments

Ad Code