Ad Code

Ticker

7/recent/ticker-posts

বন্যার কারণ কি কি\? // উচ্চমাধ্যমিক ভূগোল // টার্গেট ২০২৪// what are the causes of Floods // hs geography//2024

 বন্যার কারণ কি কি\? // উচ্চমাধ্যমিক ভূগোল // টার্গেট ২০২৪// what are the causes of Floods // hs geography//2024



ভারতে বন্যা হয় বিভিন্ন কারণে, যেমন –

 [1]  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর খামখেয়ালি আচরণে—

[i] কখনও একটানা  মুষলধারে বৃষ্টি হলে বন্যা হয়।

[ii] দীর্ঘক্ষণ ধরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বন্যা হয়।

 [iii] যদি নির্দিষ্ট সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে এবং তার প্রত্যাগমনেও দেরীতে  হয়, তাহলে বন্যার সৃষ্টি হয়।

[2] নদীর নাব্যতা হ্রাসঃ পলি জমে নদীর ধারণ ও বহন ক্ষমতা হ্রাস পেলে  অনেক সময় কম সময় ধরে হওয়া  বৃষ্টিপাতেও নদীতে বন্যা সৃষ্টি হতে পারে।

[3] জলাধার থেকে জল ছাড়াঃ- বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা হতে পারে।

[4] ঘূর্ণিঝড়ের প্রভাবেঃ - প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস হলে উপকূলবর্তী অঞ্চলসমূহে বন্যা হয়।

[5] ধসঃ পার্বত্য অঞ্চলে বর্ষাকালে ধস নেমে নদীর গতিপথ রুদ্ধ হয়ে গেলে পার্শ্ববর্তী অঞ্চল জলমগ্ন হয়ে বন্যার সৃষ্টি হয়।

বন্যা নিয়ন্ত্রণের উপায়: 

 বন্যা নিয়ন্ত্রণের জন্য কতকগুলি ব্যবহার গ্রহণ করা যেতে পারে। যেমন-


[i] নদী পাড় নির্মাণ ঃ  নদীর পাড়ে মজবুত বাঁধ নির্মাণ

 [ii]তথা সংগ্রহঃ  বৃষ্টিপাত ও নদীতে জলপ্রবাহের পরিমাণ সম্পর্কে নিয়মিত তথা সংগ্রহ, 

[iii] নদীখাতের সঠিক গভীরতা বজায় রাখা, 

[iv] উঁচু জায়গায় ঘরবাড়ি নির্মাণ,

 [v]আগাম পূর্বাভাসঃ  বন্যার আগাম পূর্বাভাস দেওয়ার সুব্যবস্থা গডে। তােলা,

 [vi] নদীর উচ্চপ্রবাহে জলাধার নির্মাণ, 

[vii] পলি জমে যাতে নদীখাত ভরাট না হয়, তার জন্য উপযুক্ত মৃত্তিকা সংরক্ষণ ব্যবস্থা গড়ে তােলা প্রভৃতি উপায় অলম্বন করলে ভারতে বন্যা নিয়ন্ত্রিত হতে পারে। 



Reactions

Post a Comment

0 Comments

Ad Code