জনঘনত্ব অনুসারে ভারতে জনসংখ্যার বণ্টন আলোচনা কর।// distribution of density of population in INDIA
জনঘনত্ব অনুসারে ভারতে জনসংখ্যার বণ্টন
আলোচনা কর।
উত্তরঃ প্রতি বর্গকিমিতে যতজন লোক বাস করে তাকে জনঘনত্ব
বলে। জনসংখ্যার ভৌগোলিক বণ্টনের সূচক হল জনঘনত্ব।
ভারতের সর্বত্র সমান জনসংখ্যা পরিলক্ষিত হয় না, কোথাও কম কোথাও বেশী, ভারতে ২০১১ সালের
আদম শুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা ১২১,০১,৯৩,১২২
জন এবং ৩৮২ জন লোক বসবাস করে এবং মোট জনসংখ্যার বেশীর ভাগ গ্রামে অবস্থান করে। জনঘনত্বের
বিচারে প্রথম হল বিহার(১১২৯ জন), পশ্চিমবঙ্গে (১১০২ জন) এবং রাজধানী শহর দিল্লিতে প্রায়
১১০০০ জন বসবাস করে, অন্যদিকে আরুনাচল প্রদেশে ১৭ জন লোক বসবাস করে। জনসংখ্যার বিচারে
উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে (১৯.৯৬ কোটি ) , মহারাষ্ট্র ( ১১.২৪ কোটি ) , বিহার
( ১০.৩৮ কোটি ) , পশ্চিমবঙ্গ ( ৯.১ কোটি ), সুতরাং ২০১১ সালের আদম শুমারি অনুসারে ভারতকে
৫ টি অঞ্চলে ভাগ করা হয়-
১. অতি
জনাকীর্ণ অঞ্চল
২. জনাকীর্ণ
অঞ্চল
৩. মাঝারী
জনসংখ্যা অঞ্চল
৪. স্বল্প
জনসংখ্যা অঞ্চল
৫. অত্যন্ত
অল্প জনসংখ্যা অঞ্চল
অঞ্চল সমূহ |
জনসংখ্যা |
জনঘনত্ব |
রাজ্যসমূহ |
কারণ সমূহ |
অতি উচ্চ ঘনবসতি পুর্ন অঞ্চল |
৭-১৮ কোটি |
৭০০ জনের বেশী |
দিল্লি (১১২৯৭জন), বিহার(১১২৯জন) পশ্চিমবঙ্গ (১১০২
জন) চণ্ডীগড় (৯৫৯২ জন, পুদুচেরি (২৫৯৮জন) , লাক্ষা দ্বীপ ( ২০১৩ জন) কেরালা(৮৫৯ জন
) এবং উত্তরপ্রদেশ ( ৮২৮ জন) |
১. সমতল ভূমিঃ গাঙ্গেয় সমভূমি অঞ্চল উর্বর পলিযুক্ত
হওয়ায় এখানে কৃষিকাজে উন্নত। ২. উল্লেখিত রাজ্যগুলি কৃষি ও শিল্পে উন্নত ৩. যোগাযোগ ব্যবস্থা উন্নত ৪. রাজধানী অঞ্চলে সুযোগ সুবিধা বেশী ৫. নগরায়ন ৬. শিক্ষার প্রসার |
অধিক জনবসতি পুর্ন অঞ্চল |
৩-৭ কোটি |
৩৫০-৭০০ জন |
দাদরা ও নগর হাভেলি (৬৯৮ জন), হারিয়ানা(৫৭৩ জন)
তামিলনাডু (৫৫৫ জন), পাঞ্জাব(৫৫০ জন) , ঝাড়খণ্ড ( ৪১৪ জন) , অসম (৩৯৭ জন) |
১.উর্বর পলিমাটি জলসেচের সুবিধা থাকায় সবুজ ও শ্বেত বিপ্লবের প্রসার
২. পরিবহনে উন্নত ৩. নগয়ায়ন ৪. শিল্পায়ন ৫. সম্পদের যথেষ্ট সম্ভার |
মধ্যম জনঘনত্ব অঞ্চল |
১-৩ কোটি |
২০১-৩৫০ জন |
ত্রিপুরা(৩৫০ জন) , কর্নাটক (৩১৯ জন) গুজরাট (৩০৮
জন) অন্ধ্রপ্রদেশ ( ৩০৮ জন ) ওডিশা ( ২৬৯ জন) |
|
স্বল্প জনঘনত্ব অঞ্চল |
৩০-৯০ লক্ষ |
৫১-২০০ জন |
উত্তরাখণ্ড , (১৮৯ জন), ছত্তিসগড় (১৮৯ জন), মেঘালয়(১৩২
জন) , জম্মু ও কাশ্মীর (১২৪ জন) হিমাচল প্রদেশ ( ১২৩ জন) মণিপুর (১২২ জন) |
|
অত্যন্ত অল্প জনঘনত্ব অঞ্চল |
৬হাজার – ৩০ লক্ষ |
৫০ জনের কম |
আন্দামান ও নিকবোর (৪৬ জন ) অরুনাচল প্রদেশ ( ১৭
জন) |
১.বন্ধুর ভূপ্রকৃতি, ও দুর্গম পথ ২. প্রতিকূল জলবায়ু ৩. অনুর্বর মাটি ৪. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা |
0 Comments