ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা কর // MALTHUS THEORY
ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা কর
ভুমিকাঃ টমাস রবার্ট ম্যালথাস
(১৭৬৬-১৮৩৪) জনসংখ্যার হতাশা তত্ত্ব অর্থাৎ population pessimism তত্ত্বের জনক। ম্যালথাস
১৭৯৮ সালে “ an essay on the principles of population as it effects the future
improvement of mankind……….” শির্ষক পুস্তকে তাঁর জনসংখ্যা সংক্রান্ত মতামত তুলে ধরেন।
ম্যালথাস তত্ত্বের মূল কথাঃ
ম্যালথাস তত্ত্বের দুটি ভিত্তি
হল-
১. মানুষের বেঁচে থাকার জন্য
খাদ্যের প্রয়োজন আছে,
২. নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক
আকর্ষন ও সম্পর্ক অপরিবর্তনীয় ।
তাঁর মতে জনসংখ্যা ও খাদ্যের
জোগানের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাঁর মতে জনসংখ্যা বৃদ্ধি পায় গুনোত্তর
হারে যেমন – ১,২,৪,৮,১৬,৩২,৬৪…………… এবং খাদ্যের জোগান বৃদ্ধি পায় সমান্তর হারে যেমন-
১,২,৩,৪,৫,৬,৭,৮,৯……………………………….। সুতরাং কোন নিয়ন্ত্রন ছাড়া জনসংখ্যার আয়তন প্রতি ২৫
বছরে দ্বিগুন হওয়ার সম্ভবনা থাকে।
বছর |
০ |
২৫ |
৫০ |
৭৫ |
১০০ |
১২৫ |
১৫০ |
১৭৫ |
২০০…. |
জনসংখ্যা |
১ |
২ |
৪ |
৮ |
১৬ |
৩২ |
৬৪ |
১২৮ |
২৫৬…. |
খাদ্যের উৎপাদন |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯…. |
যখন খাদ্যের
উৎপাদন প্রয়োজনের তুলনায় কম তখন সমাজে ধিরে ধিরে দুর্ভিখ , মহামারি এবং যুদ্ধবিগ্রহের
সম্ভাবনা বৃদ্ধি পাবেই, ফলে সাময়িক মৃত্যুহার বাড়বে, এবং জনসংখ্যার পরিমান কমবে। এমন
কি খাদ্যের জোগান ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা আসবে, কিন্তু এই অবস্থা ক্ষণস্থায়ী
। জনসংখ্যা গুনত্তর হারে বাড়ে এবং খাদ্যের জোগান সমান্তর হারে বাড়ে ফলে এই ঘটনা পুনরায়
ঘটবে।
জনসংখ্যা নিয়ন্ত্রনে ম্যালথাসের
মতামতঃ
ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রনের
ক্ষেত্রে দুই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন।
ক) প্রতিষেধক ব্যবস্থাঃ মানুষ
স্বেচ্ছা প্রণোদিত তাই মানুষের রুচি, শিক্ষা , এবং সৎ ভাবনার প্রভাবে যদি নৈতিক সংযম
পালন করে তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে। বেশী বয়সে ববাহ হলে জনসংখ্যা নিয়ন্ত্রন হবে।
খ) অমোঘ ব্যবস্থাঃ প্রাকৃতিক
এবং আর্থ সামাজিক প্রতিরোধগুলিকে বুঝিয়েছেন। যেমন খরা, বন্যা, দারিদ্রতা, যুদ্ধ প্রভৃতির
কারনে সমস্যার সমাধান হতে পারে।
সমালোচনাঃ
ক) ম্যালথাস কৃষি প্রযুক্তি ও
কারিগরি বিদ্যার প্রয়োগের কৃষিজাত পন্যের উৎপাদনের বিষয়টি চিন্তা করেননি , ফলে যন্ত্রপাতির
ব্যবহার ,সার ও কীটনাশক ব্যবহারের কথা উল্লেখ করেননি।
খ) পাশ্চাত্যের বহুদেশের উনবিংশ
শতাব্দির শেষ ও বিংশ শতাব্দির শুরুতে জনসংখ্যা হ্রাস পায়।সুতরাং ম্যালথাসের এই দাবি
সঠিক নয়।
গ) খাদ্যের জোগান শুধুমাত্র ঐ
দেশের কৃষির উপর নির্ভরশিল নয়। আমদানির কথা উল্লেখ করেননি।
ঘ) ম্যালথাসের বলেছেন ২৫ বছরে
জনসংখ্যা দ্বিগুন হবে। কিন্তু উন্নত দেশগুলিতে ১০০ বছরেও দ্বিগুন হওয়ার সম্ভাবনা কম।
ঙ) নারি পুরুষের আকর্ষনের কথা
বলেছেন কিন্তু এই আকর্ষনের সাথে সন্তানের জন্য বাসনার কোন সম্পর্ক নেই তাই তাঁর তত্ত্ব
ভিত্তিহিন
0 Comments