Ad Code

Ticker

7/recent/ticker-posts

ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ// Location And Area of Odisha


ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ 

ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ// Location And Area of Odisha


ওড়িশার অবস্থান, সীমা এবং ক্ষেত্রফল 

ভূমির ক্ষেত্রফলে নবমতম রাজ্য ওড়িশা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ওড়িশার উত্তর- পূর্বে পশ্চিমবঙ্গ, উত্তরে ঝাড়খণ্ড, দক্ষিণ- পূর্বে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমে মধ্যপ্রদেশ এবং পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর ৷ এর ক্ষেত্রফল প্রায় ১৫৫,৭০৭ বর্গ কিলোমিটার৷ এর উত্তর দক্ষিণে বিস্তৃতি প্রায় ১০৩০ কিলোমিটার ও পূর্ব পশ্চিমে প্রায় ৫০০ কিলোমিটার৷ এটি উপকূলরেখা বরাবর ৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত৷ ভারতের মোট ক্ষেত্রফলের বিচারে ওড়িশা মাত্র ৪.৮৭ শতাংশ অঞ্চল অধিকার করে আছে।
                 ওড়িশা রাজ্যটি ১৭°৩১´উঃ-২০°৩১´উঃ অক্ষাংশ এবং ৮১°৩০´পূর্ব-৮৭°৩০´পূর্ব দ্রাঘিমাংশ বরাবর সমান্তরালে ভাবে বিস্তৃতভুবনেশ্বর এই রাজ্যের বৃহত্তম শহর ও রাজধানীআয়তনের বিচারে ময়ুরভঞ্জ হল এই রাজ্যের দীর্ঘতম এবং জগতসিংহপুর হল ক্ষুদ্রতম জেলা

ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ// Location And Area of Odisha
ভারতে ওড়িশার অবস্থান ও জেলাভিত্তিক মানচিত্র

ওড়িশার প্রশাসনিক বিভাগ

এই রাজ্যটি ৫৮টি মহকুমা, ৩১৭টি তাহসিল, ৩১৪টি ব্লক, ৬২৩৪টি জিপি তে বিভক্তওড়িশায় ৫১৪৩৯টি গ্রাম এবং ১০৭টি শহর রয়েছেওড়িশায় মোট পাঁচটি পৌরসভা কর্মরত যেমন — ভুবনেশ্বর পৌরসভা, কটক পৌরসভা, বারহামপুর পৌরসভা, রাউরকেল্লা পৌরসভা এবং সম্বলপুর পৌরসভা

                  ওড়িশা রাজ্যের বর্তমান জেলার সংখ্যা ৩০টিএগুলি তিনটি প্রশাসনিক বিভাগে বিভক্তবিভাগগুলি হল— উত্তর ওড়িশা বিভাগ, কেন্দ্রীয় ওড়িশা বিভাগ, দক্ষিণ ওড়িশা বিভাগ নীচে বিভাগগুলির অন্তর্গত জেলাগুলির তালিকা
উত্তর ওড়িশা বিভাগ
(সদর দপ্তর-সম্বলপুর)
কেন্দ্রীয় ওড়িশা বিভাগ
(সদর দপ্তর-কটক)
দক্ষিণ ওড়িশা বিভাগ
(সদর দপ্তর- ব্রম্ভপুর)
· অনুগুল
· বালেশ্বর (বালেসোর)
· বৌধ
· বলাঙ্গির
· ভদ্রক
· গজপতি
· বারগড়
· কটক
· গঞ্জাম
· দেবগড়
· জগতসিংহপুর
· কালাহাণ্ডি
· ঢেঙ্কানাল
· যাজপুর
· কন্ধমাল
· ঝারসুগুড়া
· কেন্দ্রাপড়া
· কোরাপুট
· কেন্দুঝর
· খোরদ্ধা
· মালকানগিরি
· সম্বলপুর
· ময়ূরভঞ্জ
· নবরঙ্গপুর
· সুবর্ণপুর
· নয়াগড়
· নুয়াপড়া
· সুন্দরগড়
· পুরী
· রায়গড়া

তথ্যঃ ENVIS centre of Odisha's State of Enviroment 
      Wikipedia
      GKToday
@গার্গী দাস
@জিওগ্রাফিয়া 
----------------------------------------------------------------------------


Reactions

Post a Comment

0 Comments

Ad Code