ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ
ওড়িশার
অবস্থান, সীমা এবং ক্ষেত্রফল
ভূমির ক্ষেত্রফলে নবমতম রাজ্য
ওড়িশা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত৷ ওড়িশার উত্তর- পূর্বে পশ্চিমবঙ্গ, উত্তরে ঝাড়খণ্ড, দক্ষিণ-
পূর্বে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমে মধ্যপ্রদেশ এবং পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর ৷ এর ক্ষেত্রফল প্রায়
১৫৫,৭০৭ বর্গ কিলোমিটার৷ এর উত্তর দক্ষিণে বিস্তৃতি প্রায় ১০৩০ কিলোমিটার ও পূর্ব
পশ্চিমে প্রায় ৫০০ কিলোমিটার৷ এটি উপকূলরেখা বরাবর ৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত৷
ভারতের মোট ক্ষেত্রফলের বিচারে ওড়িশা মাত্র ৪.৮৭ শতাংশ অঞ্চল অধিকার করে আছে।
ওড়িশা রাজ্যটি ১৭°৩১´উঃ-২০°৩১´উঃ অক্ষাংশ
এবং ৮১°৩০´পূর্ব-৮৭°৩০´পূর্ব দ্রাঘিমাংশ বরাবর সমান্তরালে
ভাবে বিস্তৃত৷ ভুবনেশ্বর
এই রাজ্যের বৃহত্তম শহর ও রাজধানী৷ আয়তনের বিচারে ময়ুরভঞ্জ হল
এই রাজ্যের দীর্ঘতম এবং জগতসিংহপুর হল ক্ষুদ্রতম জেলা৷
ভারতে ওড়িশার অবস্থান ও জেলাভিত্তিক মানচিত্র |
ওড়িশার প্রশাসনিক বিভাগ
এই রাজ্যটি
৫৮টি মহকুমা, ৩১৭টি তাহসিল, ৩১৪টি ব্লক, ৬২৩৪টি জিপি তে বিভক্ত৷ ওড়িশায়
৫১৪৩৯টি গ্রাম এবং ১০৭টি শহর রয়েছে৷ ওড়িশায় মোট পাঁচটি পৌরসভা
কর্মরত যেমন — ভুবনেশ্বর পৌরসভা, কটক পৌরসভা,
বারহামপুর পৌরসভা, রাউরকেল্লা পৌরসভা এবং সম্বলপুর পৌরসভা৷
ওড়িশা রাজ্যের বর্তমান জেলার সংখ্যা
৩০টি৷ এগুলি তিনটি প্রশাসনিক বিভাগে বিভক্ত৷ বিভাগগুলি
হল— উত্তর ওড়িশা বিভাগ, কেন্দ্রীয় ওড়িশা বিভাগ,
দক্ষিণ ওড়িশা বিভাগ৷ নীচে বিভাগগুলির অন্তর্গত জেলাগুলির তালিকা
উত্তর ওড়িশা বিভাগ
(সদর দপ্তর-সম্বলপুর)
|
কেন্দ্রীয় ওড়িশা বিভাগ
(সদর দপ্তর-কটক)
|
দক্ষিণ ওড়িশা বিভাগ
(সদর দপ্তর- ব্রম্ভপুর)
|
· অনুগুল
|
· বালেশ্বর (বালেসোর)
|
· বৌধ
|
· বলাঙ্গির
|
· ভদ্রক
|
· গজপতি
|
· বারগড়
|
· কটক
|
· গঞ্জাম
|
· দেবগড়
|
· জগতসিংহপুর
|
· কালাহাণ্ডি
|
· ঢেঙ্কানাল
|
· যাজপুর
|
· কন্ধমাল
|
· ঝারসুগুড়া
|
· কেন্দ্রাপড়া
|
· কোরাপুট
|
· কেন্দুঝর
|
· খোরদ্ধা
|
· মালকানগিরি
|
· সম্বলপুর
|
· ময়ূরভঞ্জ
|
· নবরঙ্গপুর
|
· সুবর্ণপুর
|
· নয়াগড়
|
· নুয়াপড়া
|
· সুন্দরগড়
|
· পুরী
|
· রায়গড়া
|
তথ্যঃ ENVIS centre of Odisha's State of Enviroment
Wikipedia
GKToday
@গার্গী দাস
@জিওগ্রাফিয়া
----------------------------------------------------------------------------
0 Comments