ইনসিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণ// In-Situ and Ex-Situ
১..ইন-সিটু সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণ অর্থ হচ্ছে কোন প্রজাতির প্রাকৃতিক বসতির সংরক্ষণ এবং প্রাকৃতিক পারিপার্শ্বিকতায় টিকে থাকার মত জনগোষ্ঠীর পুনরুদ্ধার ও রক্ষণ। এই পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে জীব প্রজাতি যেখানে জন্মে সেখানেই সংরক্ষণ করা হয়। যেমন- সুন্দরী গাছকে এবং রয়্যাল বেঙ্গল টাইগার কে সুন্দরবন এ এরুপ বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হল ইন-সিটু সংরক্ষণ
এক্স সিটু সংরক্ষণ হল এমন একটি পদ্ধতি যার দ্বারা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি তার নিজস্ব বাসস্থান থেকে এনে বিপদমুক্ত ভাবে সংরক্ষণ করা হয়। উদাহরণ হিসাবে বলা যায় আলিপুর চিরিয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার এর পালন অথবা শিবপুর বোটানিক্যাল গার্ডেন এ বিপদগ্রস্ত উদ্ভিদ পালন। এইসব জায়গায় এই বিপদগ্রস্ত প্রাণীগুলি মানুষের সেবায় বসবাস করে। এক্স-সিটু সংরক্ষণ হল সবচেয়ে প্রাচীনতম এবং উল্লেখযোগ্য সংরক্ষণ পদ্ধতি।
২..নিজস্ব প্রাকৃতিক পরিবেশে ইন-সিটু সংরক্ষণ করা
নিজস্ব প্রাকৃতিক পরিবেশ ছাড়া অন্যত্র কৃত্রিম পরিবেশ সংরক্ষণ করা হয়।
৩. বিবর্তন জীবের মধ্যে কার্যকরী অবস্থায় থাকে
এক্স সিটুর ক্ষেত্রে জীবের বিবর্তন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়
৪. নতুন প্রজাতি আবিষ্কার হওয়া সম্ভব ইন- সিটুর ক্ষেত্রে
নতুন প্রজাতি পরিবর্তে সংকর জীব সৃষ্টি সম্ভব এক্স সিটুর ক্ষেত্রে
৫. কোন প্রজাতির সংরক্ষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য অনেক প্রজাতির সংরক্ষণের সাহায্য করে
নির্দিষ্টভাবে সংরক্ষিত প্রজাতি অন্য প্রজাতির সংরক্ষণে বিশেষ কোনো সাহায্য করে না
0 Comments