মানবজীবনের উপর ভূমিরূপের প্রভাব কতখানি তা আলোচনা করো ? //Discuss the impact of landforms on human life?
উওর:- পৃথিবী জুড়ে বিভিন্ন স্থানে নানারকম ভূমিরূপ দেখা যায় । যেমন:- কোথাও পর্বত , কোথাও মালভূমি আবার কোথাও বা সমভূমি । বিভিন্ন স্থানের বিভিন্ন রকমের ভূমিরূপের প্রভাবও মানবজীবনে বিভিন্ন রকম হয়ে থাকে। এই প্রভাবগুলি হল নিম্নরূপ ---
[ A ] মানব জীবনে পর্বতের প্রভাব:- পর্বত মানুষের জীবনে যে প্রভাবগুলি ফেলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ---
ক ) অনুকূল প্রভাব:-
i) পৃথিবীর বেশিরভাগ নদনদীর উৎসস্থলই হল পর্বত ।
ii) পর্বত থেকে সৃষ্ট নদীগুলি খরস্রোতা বলে , তা জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী হয়।
iii) পার্বত্যাঞ্চলে বনজ সম্পদে সমৃদ্ধ হয়।
iv) পার্বত্যাঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং স্বাস্থ্যকর জলবায়ু মানুষকে আকৃষ্ট করে তোলে , যা পর্যটন শিল্পের উন্নতিতে সহায়ক।
v) বিস্তৃত এবং সুউচ্চ পর্বতশ্রেণী বিস্তৃর্ণ এলাকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ।
vi) দেশের সীমান্তে পর্বত থাকলে বাইরের শত্রুদেশের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ।
খ ) প্রতিকূল প্রভাব:-
i) পাথুরে এবং অনুর্বর মৃত্তিকা পার্বত্যাঞ্চলের কৃষিকাজের জন্য অনুপোযোগী।
ii) পার্বত্যাঞ্চলের ঢাল খাড়া হওয়ায় উন্নতমানের পরিবহন ব্যবস্থা গড়ে উঠতে পারে না।
iii) পার্বত্যাঞ্চলে ভূমিধস, ভূমিকম্প হয় বলে , এখানকার অধিবাসীদের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে উঠেছে।
iv) এছাড়াও কৃষিকাজের অপ্রতুলতা , অনুন্নত পরিবহন ব্যবস্থা এবং শিল্পায়ন গড়ে না ওঠার কারণে এখানে কম সংখ্যক মানুষের বসবাস।
[ B ] মানব জীবনে মালভূমির প্রভাব:- মালভূমি মানুষের জীবনে যে প্রভাবগুলি ফেলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ----
i) জলবিদ্যুৎ উৎপাদন :- মালভূমির ভূমিভাগ তরঙ্গায়িত হওয়ায় , এই অঞ্চলের নদীতে জলের বেগ বেশি , ফলে নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে উপযোগী।
ii) খনিজ সম্পদ:- মালভূমি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ । যেমন -- কয়লা , লোহা , তামা প্রভৃতি খনিজ মালভূমি থেকে পাওয়া যায়।
iii) ধাতু ভিত্তিক শিল্পের উন্নতি:- বিভিন্ন ধরনের খনিজ সম্পদের প্রাচুর্যতার কারণে এই অঞ্চলে ধাতু ভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে।
iv) পর্যটন শিল্পের উন্নতি :- এই অঞ্চলের মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটন শিল্প গড়ে তুলতে সহায়তা করেছে।
v) পরিবহন ব্যবস্থা:- এখানকার ভূমিভাগ বন্ধুর হলেও পার্বত্যাঞ্চলের তুলনায় পরিবহন ব্যবস্থা উন্নত প্রকৃতির ।
[C] মানব জীবনে সমভূমির প্রভাব:- সমভূমি মানুষের জীবনে যে প্রভাবগুলি ফেলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ----
i) কৃষিকাজ:- সমভূমি অঞ্চল ( এলাকা ) উর্বর পলিগঠিত হওয়ায় , কৃষিকাজ এই এলাকায় খুব ভালো হয়। এখানকার বেশিরভাগ মানুষের জীবিকাও কৃষিকাজ ।
ii) জলসেচের সুবিধা:- বড়ো বড়ো নদী এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলসেচের সুবিধা হয় এবং পানীয় জলও সহজে পাওয়া যায় ।
iii) পরিবহন ব্যবস্থার উন্নতি:- ভূমিরূপ সমতল বলে এখানকার পরিবহন ব্যবস্থা ( বিশেষতঃ- রেলপথ , সড়কপথ , জলপথ) উন্নত।
iv) কৃষিভিত্তিক শিল্প:- কৃষি ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে ।
v) শহর - নগর গঠন:- সমভূমিতে সহজেই শহর - নগর গড়ে উঠেছে ।
vi) অন্যান্য:- এখানকার জলবায়ু সমভাবাপন্ন , উর্বর মৃত্তিকা , সমতল ভূমিরূপ , সুলভ শ্রমিক , পর্যাপ্ত কৃষিজ কাঁচামালের জোগান প্রভৃতির কারণের জন্য এখানকার জনবসতি খুব ঘন।
প্রসাদ সাঁতরা
জাঙ্গীপাড়া ; হুগলী
0 Comments